• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কঙ্গোতে অর্ধশতাধিক গণকবরের সন্ধান

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি ২০১৯, ১৪:৫৯
কঙ্গোয় গণকবর
কঙ্গোর পশ্চিমাঞ্চলে অর্ধশতাধিক গণকবরের সন্ধান। (ছবি : সম্পাদিত)

ডেমোক্রেট রিপাবলিক অব কঙ্গোর পশ্চিমাঞ্চলে অন্তত ৫০টিরও বেশি গণকবরের সন্ধান পাওয়া গেছে। গত মাসে অঞ্চলটিতে ব্যাপক হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর এবার এ গণকবরের সন্ধান পাওয়া গেল। শনিবার (২৬ জানুয়ারি) জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থার দেওয়া বিবৃতির বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স।

এ দিকে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিসের (ইউএনজেএইচআরও) পরিচালক আবদুল আজিজ থিওয়ে এক বিবৃতির মাধ্যমে বলেন, ‘এখানে ৫০টিরও বেশি গণকবরের সন্ধান পাওয়া গেছে। আমরা যে কবরগুলো চিহ্নিত করেছি এগুলোর মধ্যে কিছু সাধারণ আবার কিছু স্বতন্ত্র।’

জাতিসংঘের এ পরিচালক আরও বলছেন, ‘আমরা কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় মেইনদোম্বি প্রদেশের ইয়াম্বি শহর থেকে এসব গণকবর উন্মোচন করেছি। গণকবরগুলো দেখে এটা বোঝা যাচ্ছে যে, মরদেহের সংখ্যা অনেক। এখানে কয়েকশ মানুষের মরদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

অপরদিকে কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় সেনা প্রধান জেনারেল ফল সিকাবেয়ে ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে। সেনা সদস্য এবং পুলিশ সদস্যদের হত্যা করে তাদের অস্ত্র নিয়ে নেওয়া হয়েছে।’

এর আগে চলতি মাসের ১৬ তারিখ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বেচেলেট এক বিবৃতিতে বলেছিলেন, ‘বিশ্বস্ত সূত্র থেকে জাতিসংঘের কাছে তথ্য আছে যে, ইয়াম্বির চারটি গ্রামে ডিসেম্বরের ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে এসব লোকজনকে হত্যা করা হয়েছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড