• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদুরোকে আট দিনের আল্টিমেটাম দিয়েছে ইইউ

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি ২০১৯, ১৩:০১
নিকোলাস মাদুরো
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। (ছবি : সম্পাদিত)

ভেনিজুয়েলায় আগামী আট দিনের মধ্যে নতুন নির্বাচন দেওয়ার জন্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আল্টিমেটাম দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তিন প্রভাবশালী দেশ জার্মানি, স্পেন এবং ফ্রান্স।

এই দেশ তিনটি জানিয়েছে, নির্ধারিত এই সময়ের মধ্যে দেশে নতুন নির্বাচন না হলে নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ দাবি করা বিরোধীদলীয় নেতা জুয়ান গুইদোকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করা হবে। কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে জুয়ান গুইদোকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল ও আর্জেন্টিনাসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। অপরদিকে মাদুরোর পাশে দাঁড়িয়েছে চীন, রাশিয়া, তুরস্ক, মেক্সিকোসহ আরও কিছু দেশ। এর মধ্যেই নতুন নির্বাচন অনুষ্ঠিত না হলে যুক্তরাষ্ট্রের মতো একই পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেছে জার্মানি, ফ্রান্স এবং স্পেনের সরকার প্রধানগণ।

এ দিকে শনিবার (২৬ জানুয়ারি) এক টুইটা বার্তায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘লাতিন আমেরিকার প্রতি স্পেনের দায়িত্ব আছে। আমাদের লক্ষ্য সরকার পরিবর্তন বা সরিয়ে দেওয়া নয়। আমরা ভেনিজুয়েলায় গণতন্ত্র এবং অবাধ নির্বাচন চাই’।

একইদিন দেশটির এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আগামী ৮ দিনের মধ্যে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে জুয়ান গুইদোকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেবে স্পেন।’

এ দিন প্রায় একই ধরনের বিবৃতি এসেছে জার্মানি এবং ফ্রান্সের সরকার প্রধানদের কাছ থেকেও। তাছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ভেনিজুয়েলার নির্বাচনকে ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ আখ্যায়িত করে বলেন, ‘মাদুরো কখনোই দেশটির বৈধ নেতা নন।’

আরও পড়ুন:

শিশুটির কিডনি তার পায়ে!

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশকে নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র

অপরদিকে মাদুরোকে সব ধরনের সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। তাছাড়া ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের জন্য তীব্র নিন্দাও জানিয়েছে মস্কো।

পরে নিকোলাস মাদুরো’র সঙ্গে এক ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, ‘ভাই মাদুরো, আত্মবিশ্বাস রাখুন, তুরস্ক আপনার সঙ্গে আছে।’

তাছাড়া মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছেন এক টুইটা বার্তায় বলিভিয়ার প্রেসিডেন্ট জুয়ান ইভো মোরালেস বলেন, ‘ভেনিজুয়েলার জনগণ এবং নিকোলাস মাদুরো’র প্রতি আমরা সংহতি প্রকাশ করছি।’

দেশটি বর্তমানে ‘সাম্রাজ্যবাদী আক্রমণ’ মোকাবেলা করছে উল্লেখ করে ইভো মোরালেস আরও বলেন, ‘দক্ষিণ আমেরিকার জনগণ আর যুক্তরাষ্ট্রের আঙ্গিনায় পরিণত হবে না।’

মূলত এসবের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি তৈরির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তাছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশটিতে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের ভেনিজুয়েলা ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মাদুরো বলেন, ‘সাংবিধানিক প্রেসিডেন্ট হিসেবে আমি সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ভেনিজুয়েলার সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে দেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নিকোলাস মাদুরো। তবে দেশটির বিরোধী দলসহ আন্তর্জাতিক সম্প্রদায় এ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নতুন করে নির্বাচনের দাবি জানালে এ সঙ্কটের সৃষ্টি হয়। মূলত এর প্রেক্ষিতে দেশটিতে বিক্ষোভসহ নানা প্রতিকূলতার সামনা করতে হচ্ছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড