• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অসুস্থ ভাইকে কিডনি দেওয়ায় তালাক দিল সৌদি প্রবাসী স্বামী

  আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর ২০২৩, ১৬:১১
অসুস্থ ভাইকে কিডনি দেওয়ায় তালাক দিল সৌদি প্রবাসী স্বামী

অসুস্থ ভাইকে কিডনি দান করায় এক নারীকে তালাক দিয়েছে তার সৌদি প্রবাসী স্বামী। ভার্চুয়াল যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই নারীকে তালাক দেওয়া হয়।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাইরিয়াহি গ্রামে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থ ভাইকে একটি কিডনি দান করার পরে স্ত্রীকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিন তালাক দিয়েছেন সৌদি প্রবাসী এক স্বামী। ভুক্তভোগী ওই স্ত্রী তার একটি কিডনি দান করার পরে ঘটনাটি প্রকাশ পায়। অসুস্থ ভাইকে বাঁচাতে গিয়ে তার সংসার ভেঙে যাবে, এমনটি আশা করেননি ওই নারী।

এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। মূলত ২০১৯ সালে ভারতে তিন তালাক প্রথাকে বেআইনি এবং অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল।

মুসলিম নারী (বিবাহের অধিকার সুরক্ষা) আইনের অধীনে তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে। এই আইন লঙ্ঘনে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড