• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বড় আঘাত হামাসের, ২ বড় অফিসারসহ ১০ ইসরায়েলি সেনা নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২৩, ১৫:২৩
ইজরায়েল

গাজায় ইজরায়েলি সেনাবাহিনীর উপর বড় আঘাত করতে সক্ষম হলো ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা ফাঁদে ফেলে ইজরায়েলি সেনাবাহিনীর এলিট গোলান ব্রিগেড এবং ‘স্পেশাল রেসকিউ ট্যাকটিক্যাল ইউনিট’-এর ১০ সেনাকে হত্যা করল। নিহতদের মধ্যে রয়েছেন এক কর্নেল এবং এক লেফটেন্যান্ট কর্নেল স্তরের অফিসার।

বুধবার রাতে হামাসের আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা গাজা শহরের উত্তরে একটি আবাসিক এলাকায় ‘গ্রাউন্ড অপারেশনে’ নিযুক্ত ইজ়রায়েল সেনার একটি দলকে ঘিরে ফেলে। মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন একটি ট্যাঙ্ককে উদ্ধার করতে গিয়ে প্রতিআক্রমণের মুখে পড়ে ওই সেনা দলটি। তাদের উপর মেশিনগান এবং রকেট হামলা চালায় হামাস বাহিনী।

ওই লড়াইয়ে গোলান ব্রিগেডের দুই কমান্ডার, কর্নেল ইৎঝাক বেন বাসাত, লেফটেন্যান্ট কর্নেল তোমের গ্রিনবার্গ নিহত হন বলে জানিয়েছে ইজরায়েলি সেনা। এ ছাড়া গোলান ব্রিগেডের এক সার্জেন্ট এবং ‘স্পেশাল রেসকিউ ট্যাকটিক্যাল ইউনিট’-এর দুই মেজর হামাসের হামলার শিকার হয়েছেন বলে ইজরায়েলি সেনা সূত্রের খবর।

গাজায় স্থল অভিযান শুরুর পরে এ নিয়ে মোট ১১৫ ইজরায়েলি সেনা নিহত হলেন। আহত হয়েছেন প্রায় ৬০০ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড