• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

হামাস কোনো সন্ত্রাসবাদী সংগঠন নয়, তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী: এর্দোগান

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর ২০২৩, ১৩:২১
এর্দোগান

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এর্দোগান বলেন, ‘‘হামাস কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী নয়, ফিলিস্তিনি স্বাধীনতাপন্থীদের সংগঠন। তারা ফিলিস্তিনি ভূখণ্ড এবং নাগরিকদের রক্ষার জন্য যুদ্ধ করছে।’’

তুরস্কের ক্ষমতাসীন ‘জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ’ (একেপি নামে পরিচিত)-র পার্লামেন্ট সদস্যদের সভায় এর্দোগান অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির পক্ষে বক্তব্য দেন। তিনি বলেন, ‘‘ফিলিস্তিনে শান্তি ফেরাতে অবিলম্বে মুসলিম বিশ্বকে একজোট হতে হবে।’’

প্রসঙ্গত, ৭ অক্টোবর ভোরে গাজা থেকে ইজরায়েল ভূখণ্ডে হামলার পরে প্রথম হামাসের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিল ইরান। এ বার পশ্চিম এশিয়ার আর এক দেশকে প্রকাশ্যে পাশে পেল হামাস।

আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য তুরস্ক। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বুধবার ইজরায়েলের পাশে দাঁড়ানোর জন্য পশ্চিমী দুনিয়ারও কড়া সমালোচনা করেন এর্দোগান।

তিনি বলেন, ‘‘গাজায় ইজরায়েল নির্বিচারে হামলা চালাচ্ছে। নারী এবং শিশুদের মৃত্যু হচ্ছে। আর পশ্চিমী দেশগুলি ইজরায়েলের জন্য চোখের জল ফেলছে।’’

গত মাসে জাতিসংঘের ৭৮ তম বার্ষিক সাধারণ সভায় এর্দোগান কাশ্মীর প্রসঙ্গে বলেছিলেন, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি, সুস্থিতি, সমৃদ্ধি তখনই প্রতিষ্ঠা করা যাবে যখন কাশ্মীরে স্থায়ী শান্তির পরিবেশ তৈরি করা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড