• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সমুদ্রের গভীরে পাতা ফাঁদে আটকে চিনের ৫৫ জনের মৃত্যু!

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ অক্টোবর ২০২৩, ১২:৪৬
পীত সাগর

পীত সাগরের তলদেশ দিয়ে পার হওয়ার সময় চিনের একটি নিউক্লিয়ার সাবমেরিন একটি ফাঁদে আটকে পড়ে। চিনা নৌবাহিনীর সেই ডুবোজাহাজটির অক্সিজেন সরবরাহকারী যন্ত্রে সমস্যা দেখা দেয়। দীর্ঘক্ষণ অক্সিজেনের অভাব থাকায় সাবমেরিনের ভিতরে থাকা ক্যাপ্টেন-সহ ৫৫ জন চিনা সেনার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে।

ডেইলি মিররের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের জাহাজকে আটকানোর জন্য ফাঁদ পাতা হয়েছিল। সেই ফাঁদেই আটকে পড়ে চিনা সাবমেরিনটি। যদিও, চিন প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনাটি পুরোপুরিভাবে অস্বীকার করা হয়।

ব্রিটেনের ওই সংবাদমাধ্যম বলছে, ২১ অগস্ট পীত সাগরে একটি ডুবোজাহাজ ‘চেন অ্যান্ড অ্যাঙ্কর’ ফাঁদে পড়ে। স্থানীয় সময় অনুযায়ী সকাল ৮টা ১২মিনিটে এই ঘটনাটি ঘটে। ফাঁদে আটকে পড়ার কিছুক্ষণের মধ্যেই ডুবোজাহাজে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। অক্সিজেনের অভাবে ৫৫ জন চিনা সেনার মৃত্যু হয়। এই খবর জানাজানি হওয়ার পর চিনের তরফে ঘটনাটি অসত্য বলে দাবি করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড