• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুতিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ভাগনার বাহিনী, সতর্ক অবস্থানে রাশিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুন ২০২৩, ১১:১৯
ভাগনার বাহিনী

রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল ওয়াগনার বাহিনী। একাধিক রুশ শহরের দিকে এগিয়ে চলেছে এই বিদ্রোহী সেনাদল।

শনিবার মস্কোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ভাড়াটে ভাগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। রুশ প্রতিরক্ষা মন্ত্রক ও সেনাকর্তাদের হুমকি দিয়ে তিনি বলেছেন, ‘‌দেশের বর্তমান সেনা কর্তাদের গদিচ্যুত না করা পর্যন্ত থামব না। আমাদের পথে যে আসবে ধ্বংস হয়ে যাবে।’‌

ইতিমধ্যেই দক্ষিণ রাশিয়ার রুস্তভে ভাগনার ঢুকে পড়েছে। মস্কোর দিকে এগিয়ে যাচ্ছে তারা। এই ঘটনায় রুশ কর্তাদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। একাধিক শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজধানী মস্কোর দক্ষিণে অবস্থিত লিপেৎস্ক প্রদেশের গভর্নর ইগর আর্তামোনোভ বলেছেন, ‘‌এখানে নিরাপত্তা আরও বাড়িয়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’‌ রুস্তভের বাসিন্দাদের বাড়ি থেকে না বেরনোর নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রসঙ্গত, পুতিনের নির্দেশে ইউক্রেনে লড়াই করছে ভাগনার। তবে রুশ সেনা ও ভাগনার বাহিনীর মধ্যে এক অন্য লড়াই চলছে বহুদিন ধরেই। গত শুক্রবার ইয়েভগেনি প্রিগোজিন দাবি করেন, তার সৈনিকদের উপর মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনা। এদিকে, সশস্ত্র বিদ্রোহের জন্য প্রিগোজিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রুশ তদন্তকারী সংস্থা এফএসবি। মস্কোর পথে সাঁজোয়া গাড়ির বহর টহল দিচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড