আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থি সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের ১৬৩ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, মানবিক উদ্যোগের অংশ হিসেবে এবার এসব বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।
সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বন্দিদের মুক্তি দিতে এরই মধ্যেই আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সঙ্গে সমন্বয়ের পদক্ষেপ নিতে শুরু করেছে সৌদি জোট।
জোটটির মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, জাতিসংঘের উদ্যোগে গত ২ এপ্রিল থেকে কার্যকর হওয়া দুই মাসের যুদ্ধবিরতির পদক্ষেপ সংহত করতেই বন্দি মুক্তি দেওয়া হচ্ছে। এছাড়া ইয়েমেনি পক্ষের সঙ্গেও আলোচনার পরিবেশ প্রস্তুত এবং বন্দিদের ফাইল বন্ধ করে ফেলার প্রস্তুতি চলছে।
বিশ্লেষকদের মতে, জাতিসংঘের মধ্যস্থতায় সম্ভাব্য বন্দি বিনিময় নিয়েও আলোচনা করেছে ইয়েমেনের যুদ্ধরত সশস্ত্র গোষ্ঠীগুলো।
আরও পড়ুন : লেবাননে দফায় দফায় বোমা ফেলছে ইসরায়েল
যার অংশ হিসেবে গত মাসে এক হুথি কর্মকর্তা জানিয়েছিলেন, এবারের বন্দি বিনিময়ে প্রায় এক হাজার চারশ হুথি বন্দির মুক্তির বিনিময়ে ৮২৩ জন জোট বন্দিকে মুক্তি দেওয়া হতে পারে। এদের মধ্যে ১৬ জন সৌদি ও তিন জন সুদানি নাগরিকও রয়েছেন।
সূত্র : রয়টার্স
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড