• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানে বোমা হামলায় সেনা-পুলিশসহ নিহত ৪

  আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর ২০২১, ০৯:৩৮
পাকিস্তানে বোমা হামলায় সেনা-পুলিশসহ নিহত ৪
বোমা হামলায় বিধ্বস্ত গাড়ি (ছবি : দ্য ডন)

পাকিস্তানে সড়কের পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়ে নিরাপত্তা বাহিনীর অন্তত চার সদস্য প্রাণ হারিয়েছেন। বুধবার (২০ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে হামলার ঘটনাটি ঘটে। খবর আল-জাজিরার।

প্রাদেশিক পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল সামাদ খান জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের সীমান্তবর্তী বাজুর এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। এতে সেনাবাহিনীর দুই সদস্যের পাশাপাশি পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন।

ভয়াবহ এ ঘটনায় দোষীদের খুঁজতে নিরাপত্তা বাহিনী এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী নৃশংস এ হামলার দায় স্বীকার করেনি। যদিও ধারণা করা হচ্ছে, এর পেছনে পাকিস্তানি তালেবান যোদ্ধাদের হাত রয়েছে।

আরও পড়ুন : ভারতীয় সাবমেরিনের অনুপ্রবেশ ঠেকিয়ে দিল পাকিস্তান

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকাটি দীর্ঘদিন যাবত পাকিস্তানি তালেবানের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। যদিও কয়েক বছর আগে সেখানে চিরুনি অভিযান চালিয়ে সশস্ত্র যোদ্ধাদের বিতাড়িত করার দাবি জানায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। কিন্তু এলাকাটি কখনোই পুরোপুরি তালেবান মুক্ত হয়নি।

বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলে উজ্জীবিত হয়ে উঠেছে পাকিস্তানি তালেবানও। চলতি বছরের আগস্ট মাসের পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে তারা।

আরও পড়ুন : মাছ নিয়ে যায় ভারত, প্রতিবাদে সরব লঙ্কান জেলেরা

উল্লেখ্য, সহিংসতা বন্ধে কঠোর পথে না হেটে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড