আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে ল্যান্ড মাইন বিস্ফোরণে প্রাণ হারিয়েছে দুই শিশু। এ বিস্ফোরণ ঘটে ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায়। নিহত শিশুদের মধ্যে একজনের বয়স বারো ও আরেকজনের বয়স আট।
ভারতীয় সংবাদ মাধ্যম দ্যা হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, এলাকাটির আফগান সীমান্তে এ ঘটনা ঘটেছে। এই দুই শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাইবার পাখতুনওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান।
পুলিশ কর্মকর্তারা বলেন, নিরাপত্তা বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে দক্ষিণ ওয়াজিরিস্তানসহ উপজাতীয় বিভিন্ন এলাকায় জঙ্গিরা বহু সংখ্যক স্থলমাইন পেতে রেখেছিল। এ প্রদেশের পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত বরাবর অবস্থিত দক্ষিণ ওয়াজিরিস্তান জঙ্গি তৎপরতার কেন্দ্রস্থল হিসেবে ব্যবহৃত হয়।
তবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দাবি পৃথক সশস্ত্র অভিযান চালিয়ে এ এলাকা থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করতে সফল হয়েছে তারা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড