আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনরত কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ঐতিহাসিক লালকেল্লায় পতাকা ওড়াল বিক্ষুব্ধ কৃষকরা।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) মিছিলের শুরু থেকেই দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় কৃষকরা। একাধিক জায়গায় ভেঙে ফেলা হয় ব্যারিকেডও। এদিন মধ্য দিল্লির বিভিন্ন স্থানে কৃষক-পুলিশ খণ্ডযুদ্ধ ঘিরে ধুন্ধুমার শুরু হয়।
অভিযোগ রয়েছে, এবার পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও কাঁদানে গ্যাস ছোঁড়ে। এতে উভয়পক্ষের একাধিক ব্যক্তি আহত হন।
আরও পড়ুন : পাঁচ বছর পর আলোচনার টেবিলে তুরস্ক-গ্রিস
যদিও শেষ পর্যন্ত সমস্ত বাধা টপকে দিল্লির লালকেল্লায় পৌঁছে একটি গৈরিক ও একটি হলুদ পতাকা ওড়ান আন্দোলনরত কৃষকরা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড