আন্তর্জাতিক ডেস্ক
মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস যেন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। বিশ্বের বিভিন্ন জনপদে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। এমনকি বাদ যায়নি বাংলাদেশও। এখানেও প্রতিনিয়ত আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।
এক বছরেরও বেশি সময় ধরে সারা বিশ্বে তাণ্ডব চালিয়ে আসা ভাইরাসটি ইতোমধ্যেই সারাবিশ্বে সংক্রমণ ঘটিয়েছে ৮ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ৯৯৯ জনের মাঝে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৫১৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৫ কোটি ৯৬ লাখ ২৫ হাজার ৬৪১ জন।
করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৩ লাখ ৫৬ হাজার ৪৪৫ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ পর্যন্ত ২ কোটি ৬ লাখ ১৭ হাজার ৩৪৬ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন : মধ্যপ্রাচ্য থেকে নৌবহর প্রত্যাহার করছে আমেরিকা
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭৭ লাখ ৫৭৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৪৪১ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ৩ হাজার ৪০৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ২০৫ জনের।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড