• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির শক্তিশালী ড্রোন ধ্বংস

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২০, ১১:৩২

সৌদি আরবের একটি শক্তিশালী ড্রোন ভূপাতিত করার দাবি করেছে প্রতিবেশী যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

আল-মাসিরা টিভি জানিয়েছে, সোমবার (২১ ডিসেম্বর) ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের আকাশে চক্কর দেওয়ার সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে সৌদি আরবের সিএইচ-৪ মডেলের ড্রোনটি ভূপাতিত করা হয়।

অত্যাধুনিক এই ড্রোন ছয়টি ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং ২৫০ থেকে ৩৪৫ কিলোগ্রাম পর্যন্ত বোমা বহন করতে পারে।

আরও পড়ুন : বন্ধুত্বের হাত বাড়িয়ে মরক্কোতে ইসরায়েলের প্রতিনিধি দল

সৌদি আরব হুথি বাহিনীর বিরুদ্ধে গোয়েন্দা বৃত্তির অংশ হিসেবে ড্রোনটি পাঠিয়েছিল বলে অভিযোগ তাদের।

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথিরা। মূলত এরপর থেকেই দেশের বাইরে রয়েছেন তিনি।

আরও পড়ুন : নেপালে নতুন দল গঠনের হুমকি ওলির!

তাকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড