• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাইবার হামলা : পম্পেও বলছেন রাশিয়া, ট্রাম্পের দাবি চীন

  আন্তর্জাতিক ডেস্ক

২০ ডিসেম্বর ২০২০, ১১:৫৮
সাইবার হামলা : পম্পেও বলছেন রাশিয়া, ট্রাম্পের দাবি চীন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : সিএনবিসি)

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোতে শক্তিশালী সাইবার হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। যদিও এর পরপরই বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টির জন্য এশিয়ার পরাশক্তি চীনকে দায়ী করে বার্তা দিয়েছেন।

টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভুয়া গণমাধ্যমগুলো সাম্প্রতিক সাইবার হামলাকে বড় করে তুলে ধরার ব্যাপক চেষ্টা করেছে। আমি এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তার মতে, মূলধারার গণমাধ্যমগুলো যাকে দায়ী করে বক্তব্য দিচ্ছে সে হচ্ছে রাশিয়া। কারণ অর্থনৈতিক কারণে তারা যা নাম মুখে আনতে ভয় পায় সেটি হচ্ছে চীন।

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের সাইবার হামলা সম্পর্কে প্রথমদিকে বেশ নীরব ছিলেন ট্রাম্প। যদিও শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে বার্তা দিলেন তিনি।

আরও পড়ুন : আফগানিস্তানে মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা

এর আগে প্রথম সারির মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, একটি বিদেশি সরকারের পৃষ্ঠপোষকতায় গত রবিবার (১৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সাইবার হামলা হয়েছে। এ সময় গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।

মার্কিন অর্থ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগসহ দেশটির পরমাণু স্থাপনাগুলোতে গত কয়েক সপ্তাহে বহুবার সাইবার হামলা হয়েছে।

ভয়াবহ ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করে পম্পেও বলেছেন, আমরা এটা পরিষ্কারভাবে বলতে পারি যে, এই ঘটনায় রাশিয়ার হাত রয়েছে। যদিও মস্কো ঠিক কিভাবে হামলাটি চালিয়েছে বা কেন তাদের বিরুদ্ধেই অভিযোগ তোলা হলো এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

আরও পড়ুন : করোনার টিকা নিলেন নেতানিয়াহু

অপর দিকে রাশিয়া এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মস্কোর দাবি, এ ধরনের হামলায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড