• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়াশিংটনে পাক দূতাবাসের সামনে বাংলাদেশিদের বিক্ষোভ

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২০, ১৫:১৭
ওয়াশিংটনে পাক দূতাবাসের সামনে বাংলাদেশিদের বিক্ষোভ
ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসের সামনে বিক্ষোভরত বাংলাদেশিরা (ছবি : এএনআই)

দক্ষিণ এশিয়ার সংখ্যালঘুসহ যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশি একটি সংস্থা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে। ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা সংঘটিত করায় পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। গত ১৪ ডিসেম্বর ছবিসহ এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

বেশ কয়েকজন বিক্ষোভকারী পতাকা, প্ল্যাকার্ড বহন করেন এবং পাকিস্তানবিরোধী স্লোগান দেন।

পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ চলাকালে আয়োজক প্রাণেশ হালদার এএনআইয়ের সঙ্গে কথা বলেন। তিনি ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধী বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।

তিনি বলেন, আমরা চাই, পাকিস্তান ধর্ষণ ও হাজার হাজার নারী ও শিশুকে হত্যার দায়ে বিচার করুক।

আরও পড়ুন : ভারতে কৃষি বিল নিয়ে কেন আন্দোলনে কৃষকরা?

এএনআইকে আরেক বাংলাদেশি আমেরিকান দেবাতোষ মজুমদার বলেন, তার পরিবারের এক সদস্য সাত দশক আগে নিখোঁজ হয়েছিল।

আরও পড়ুন : স্বাধীন ফিলিস্তিন গঠনে পুনরায় সমর্থন দিল কাতার

তার মতে, অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারেন, তাদের পরিবারের সেই সদস্যকে পাকিস্তানিরা হত্যা করেছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড