• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

হোয়াইট হাউস ছাড়লেই ট্রাম্পকে তালাক দেবেন মেলানিয়া!

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর ২০২০, ০৮:৫৭
হোয়াইট হাউস ছাড়লেই ট্রাম্পকে তালাক দেবেন মেলানিয়া!
সাবেক মার্কিন ফাস্টলেডি মেলানিয়া ট্রাম্প ও সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : ফক্স নিউজ)

প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর এবার কি তাহলে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকেও হারাচ্ছেন সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হলেই স্ত্রী ফারস্ত মেলানিয়া ট্রাম্প তাকে ডিভোর্স দেবেন বলে জোর জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে চাঞ্চল্যকর সংবাদটি প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মেয়াদ শেষ হলেই ট্রাম্পকে হোয়াইট হাউস ছাড়তে হবে। আর হোয়াইট হাউস ছাড়ার পরপরই মেলানিয়া ট্রাম্প ৭৪ বছর বয়সী স্বামীকে ডিভোর্স দেবেন।

প্রতিবেদনটিতে একদা ট্রাম্পের সহকারী ওমারোসা মানিগল্ট নিউম্যানের বক্তব্যকে উদ্ধৃত করে বলা হয়, এখন ট্রাম্পের প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন মেলানিয়া। হোয়াইট হাউস থেকে ট্রাম্প বিদায় নিলেই মেলানিয়া ১৫ বছরের সম্পর্কে ইতি টানবেন।

আরও পড়ুন : 'জো বাইডেন আমার বউ চুরি করেছে'

একই রকম দাবি করেছেন মেলানিয়া ট্রাম্পের সাবেক পরামর্শদাতা স্টেফানি ওয়ালকফেরও। তিনি বলেন, দু’জনের বিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা মাত্র। কাউন্টডাউন শুরু করে দিয়েছেন মেলানিয়া। হোয়াইট হাউসে ইতোমধ্যেই তাদের শয়নকক্ষও আলাদা হয়েছে। অনেক সময় কথাও হয় না বললেই চলে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট থাকা অবস্থায় ডিভোর্স দিলে ক্ষমতার অপব্যবহার করে ক্ষতি করতে পারবেন এমন আশঙ্কায় মেয়াদ শেষেই ট্রাম্পকে ডিভোর্স দেবেন মেলানিয়া।

পাশাপাশি ছেলে ব্যারন এবং তিনি যেন স্বামীর সম্পত্তির অংশ পান, সে জন্য একটি চুক্তি করার কথাও চিন্তা করছেন মেলানিয়া, এমনটাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন : মুসলিম দেশগুলোয় আরোপিত ট্রাম্পের নিষেধাজ্ঞা বাতিল করবেন বাইডেন

উল্লেখ্য, গত ৩ নভেম্বর অনুষ্ঠিত ভোটে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর জো বাইডেনের কাছে পরাজিত হন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড