• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কারাবন্দি তালিবান যোদ্ধাদের মুক্তি দিচ্ছে আফগান সরকার

  আন্তর্জাতিক ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২০, ১০:৫১
কারাবন্দি তালিবান যোদ্ধাদের মুক্তি দিচ্ছে আফগান সরকার
তালিবান যোদ্ধাদের মুক্তি দিচ্ছে আফগান সরকার (ছবি : আরব নিউজ)

কারাবন্দি তালিবান যোদ্ধাদের ছেড়ে দিচ্ছে আফগানিস্তান সরকার। দেশটির কারাগারে বন্দি থাকা সর্বশেষ কয়েকশত তালিবান সদস্যকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া আবারও শুরু হয়েছে।

তালিবান কর্মকর্তাদের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) পর্যন্ত ২০০ কারাবন্দি তালিবান নেতাকে মুক্তি দেওয়া হয়েছে। এ দিকে তালিবানদের পক্ষ থেকেও চার আফগান কমান্ডোকে মুক্তি দেওয়া হয়েছে।

আফগান সরকারের সঙ্গে শান্তি চুক্তির করার জন্য সকল কারাবন্দিদের মুক্তি দেওয়ার শর্ত দিয়েছিল তালিবানরা। কারাবন্দি সকল সদস্যরা মুক্তি পেলে আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যে কাতারে আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করবে তালিবান নেতারা।

আরও পড়ুন : সীমান্তে ফের ভারতকে উস্কে দিচ্ছে চীন, তৎপর সেনাবাহিনী

উল্লেখ্য, আফগানিস্তান সরকারের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার জন্য ৫ হাজার বন্দিকে মুক্তি দেওয়ার শর্ত দিয়েছিল তালিবানরা। এর মধ্যে সর্বশেষ ৪০০ জন বন্দি কারাগারে ছিলেন। যাদের বেশিরভাগই হাই প্রোফাইল যোদ্ধা বলে জানা গেছে। আর এদের ছাড়ার ক্ষেত্রে অনেকটা বেঁকে বসেছিল আফগানিস্তান সরকার।

সূত্র : বিবিসি নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড