• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সীমান্তে ফের ভারতকে উস্কে দিচ্ছে চীন, তৎপর সেনাবাহিনী

  আন্তর্জাতিক ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২০, ১০:২৪
সীমান্তে ফের ভারতকে উস্কে দিচ্ছে চীন, তৎপর সেনাবাহিনী
সীমান্তে মোতায়েন ভারতীয় সেনাবাহিনী (ছবি : এনডিটিভি)

বিতর্কিত লাদাখ সীমান্তে চীন ফের উস্কানিমূলক সামরিক পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সেখানে বলা হয়, প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল চীনা সেনারা। ভারতীয় সেনা তা প্রতিহত করে। যদিও চীনা সেনা নিজেদের অবস্থানে বদল ঘটানোর জন্য এগিয়ে এসেছিল।

গত ২৯ ও ৩০ তারিখের মধ্যবর্তী রাতে প্যাংগংয়ের নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘাতের ঘটনা ঘটে। এই ইস্যুতে দুই দেশের সামরিক স্তরে বৈঠক হয় বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন : চীনের পরমাণু অস্ত্র নিয়ে ভারতকে ভয়ঙ্কর তথ্য দিল যুক্তরাষ্ট্র

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ভারত সরকার কোনো ভাবেই নিজেদের সেনা অবস্থানের বদল চায় না।

আরও পড়ুন : ইহুদিদের বন্ধু বানিয়ে মুসলিমদের সঙ্গে প্রতারণা করল আমিরাত : ইরান

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ৩০শে অগাস্ট প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে যে এলাকায় ঢুকতে চেয়েছিল চীনা সেনারা, সেই এলাকার দখল নিয়েছে ভারত। প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তের ওপর এখন উড়ছে ভারতীয় পতাকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড