• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভয়ঙ্কর বিস্ফোরণে কাঁপল লিবিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫২
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ভয়াবহ বিস্ফোরণ
আহত ব্যক্তিকে উদ্ধার করা হচ্ছে (ছবি : আল-জাজিরা)

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরটির বাসিন্দারা জানিয়েছেন, রাজধানীর সব জায়গা থেকে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলীও দেখা গেছে।

স্থানীয় টেলিভিশনের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ত্রিপোলির প্রধান সংযোগস্থলে মোটরসাইকেলে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। ভয়াবহ এই ঘটনার দায় এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন স্বীকার করেনি।

বিশ্লেষকদের মতে, লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতার ও তার অনুগত গেরিলারা গত সপ্তাহে ত্রিপোলিভিত্তিক সরকারের ঘোষিত যুদ্ধবিরতিকে প্রত্যাখ্যান করে। মূলত এর পরপরই এই বিস্ফোরণের ঘটনা ঘটল।

আরও পড়ুন : ইহুদিদের বন্ধু বানিয়ে মুসলিমদের সঙ্গে প্রতারণা করল আমিরাত : ইরান

লিবিয়ার সরকার গত সপ্তাহে ঘোষণা দিয়েছিল, প্রধানমন্ত্রী ফাইয়াজ আল-সারাজ সামরিক বাহিনীর সব শাখাকে জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি পালনের নির্দেশনা দিয়েছেন এবং লিবিয়ার মাটিতে সব রকমের অভিযান বন্ধ করতে বলেছেন। যদিও গত ২৩ আগস্ট হাফতারের মুখপাত্র তা প্রত্যাখ্যান করার কথা ঘোষণা দেন।

আরও পড়ুন : হামাসের আক্রমণ দেখে হামলা বন্ধ করল ইসরায়েল

উল্লেখ্য, খলিফা হাফতারের প্রতি সমর্থন দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাত, মিশর ও জর্ডান। ২০১৯ সালের এপ্রিল মাস থেকে হাফতার বাহিনী লিবিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড