• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানি সেনাসহ নিহত ৬

  শিক্ষা ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৫
সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানি সেনাসহ নিহত ৬
ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ায় ভয়ঙ্কর রকমের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। ভয়াবহ সেই হামলায় কমপক্ষে ৬ জনের প্রাণহানি ছাড়াও বেশকিছু লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইহুদি গণমাধ্যম দ্য ইসরায়েল টাইমসের প্রতিবেদনে জানানো হয়, সোমবার (৩১ আগস্ট) গোলান মালভূমি থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছিল ইসরায়েল। তাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ধ্বংস করে সিরিয়ার বিমান বাহিনী। যদিও দক্ষিণ দামেস্কের একটি অঞ্চলে আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র।

দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় ৫ জন ইরানি সৈন্য নিহত হয়েছে। এছাড়া একাধিক সাধারণ মানুষও নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অনেক। আর ইসরায়েল টাইমস বলছে মৃতের সংখ্যা ৬ এর অধিক। ইসরায়েলের দুটি সংবাদমাধ্যমই জানিয়েছে যে সিরিয়া অভিযোগ করছে এই হামলা ইসরায়েল করেছে।

আরও পড়ুন : ইসরায়েলি আগ্রাসন থেকে গাজাকে বাঁচানোর আকুতি

অবশ্য রয়টার্স সিরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে মৃতের সংখ্যা বলছে মাত্র ২ জন। আর সেই দুজনই নাকি বেসামরিক লোকজন। যদিও তারা এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হয়নি। তবে এই হামলা যে ইসরায়েল করেছে সেটা তারা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড