• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরফ কেটে উদ্ধার করা হলো ভারতীয় সেনার লাশ

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ আগস্ট ২০২০, ১৩:১১
বরফ কেটে উদ্ধার করা হলো ভারতীয় সেনার লাশ
বরফ কেটে ভারতীয় সেনার মরদেহ উদ্ধার করা হচ্ছে (ছবি : দ্য হিন্দু)

দীর্ঘ ৬ মাস ধরে নিখোঁজ ছিলেন ভারতীয় সেনাবাহিনীর সদস্য রাজেন্দ্র সিং নেগি। ৩৬ বছর বয়সী এই সেনাকে বেশ কয়েকবার খোঁজা হলেও দীর্ঘ এই সময় যাবত তার কোনো সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত বরফের নিচ থেকে পাওয়া গেল তার মরদেহ।

সেনা সূত্রের বরাতে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, রাজেন্দ্র সিং ভারতীয় সেনাবাহিনীর ১১ গঢ়বাল রাইফেলসের হাবিলদার পোস্টে কর্মরত ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে গুলমার্গে টহলদারির সময় হারিয়ে যান তিনি। ধারণা করা হচ্ছে, পা পিছলে খাদে পড়ে যান তিনি।

পুরু বরফের নীচে চাপা পড়ে যাওয়ায় সন্ধান পেতে বেশ সময় লেগে যায়। তবে শনিবার (১৫ আগস্ট) সেনা সদস্যরা গুলমার্গে টহলদারির সময় একটি লাশ দেখতে পান। এরপর বরফ কেটে উদ্ধার করা লাশটিকে সহকর্মীরাই রাজেন্দ্র সিং নেগির মৃতদেহ বলে নিশ্চিত করেন।

আরও পড়ুন : এবার ঈগলের হামলার শিকার মার্কিন ড্রোন! চোখের পলকে বিধ্বস্ত

সেনা সূত্র জানিয়েছে, গত ৮ জানুয়ারি রাজেন্দ্রর নিখোঁজের খবর সেনাবাহিনীতে রিপোর্ট দায়ের করা হয়। এরপর থেকেই নিখোঁজ রাজেন্দ্রর খোঁজে সব রকম চেষ্টা চালানো হচ্ছিল। যদিও সন্ধান না পেয়ে গত জুনে তার পরিবারকে জানিয়ে দেওয়া হয় রাজেন্দ্রর মারা মারা যাওয়ার খবর।

আরও পড়ুন : যে নীতির জন্য কাশ্মীরে মোদীর কাছে পরাজিত ইমরান

স্বামীর মৃত্যুর খবর মেনে নিতে পারেননি রাজেন্দ্রর স্ত্রী রাজ্যেশ্বরী দেবী। রাজ্যেশ্বরী সেনা কর্তৃপক্ষকে জানান, স্বামীর মৃতদেহ না দেখা পর্যন্ত মৃত্যুর খবর মানতে পারবেন না।

আরও পড়ুন : ভারতের পার্লামেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রবিবার (১৬ আগস্ট) মরদেহ উদ্ধারের পর রাজেন্দ্রর স্ত্রী রাজ্যেশ্বরী দেবীর নিকট হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড