• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের পার্লামেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ আগস্ট ২০২০, ১১:১০
ভারতের পার্লামেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড
আগুন নেভাতে যাচ্ছেন দমকল কর্মীরা (ছবি : দ্য হিন্দু)

ভারতের জাতীয় সংসদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) সকালে পার্লামেন্ট ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায় আগুন লাগে। পরবর্তীকালে আগুন নেভাতে কাজ শুরু করে দমকল বাহিনীর ৭টি ইঞ্জিন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগুন নেভানোর জন্য স্থানীয় কর্মকর্তারা দমকল বাহিনীকে খবর দেন সকাল সাড়ে ৭টার দিকে। পরে খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন উপস্থিত হয়। এ সময় তারা দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন। জানা গেছে, কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এ দিকে অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন : সোমালিয়ার হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত ১২, বহুলোক জিম্মি

কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। যদিও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : যে নীতির জন্য কাশ্মীরে মোদীর কাছে পরাজিত ইমরান

উল্লেখ্য, আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লি দমকলের পরিচালক অতুল গর্গ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড