• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গভর্নরকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উত্তাল রাশিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

১২ জুলাই ২০২০, ১০:০৪
গভর্নরকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উত্তাল রাশিয়া
রাশিয়ায় বিক্ষোভরত জনতা (ছবি : সিএনবিসি)

আঞ্চলিক এক নেতাকে গ্রেপ্তারের ঘটনায় রাশিয়ার একেবারে উত্তরাঞ্চলের কিছু শহরে হাজার হাজার মানুষ এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন। খাবারোভস্ক অঞ্চলের বিক্ষোভকারীরা বিক্ষোভের সময় পুতিনবিরোধী স্লোগান দিচ্ছিলেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে।

১৫ বছর আগে বেশ কিছু ব্যবসায়ী হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে খাবারোভস্ক আঞ্চলিক গভর্নর সের্গেই ফুরগালকে গত বৃহস্পতিবার (৯ জুলাই) গ্রেপ্তার করে রাজধানী মস্কোতে নিয়ে যাওয়া হয়। দুই বছর আগের নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়ার পার্টির প্রার্থীকে হারিয়েছিলেন সের্গেই ফুরগাল।

বিবিসি নিউজের প্রতিবেদক জানিয়েছেন, ফুরগালেও ওই বিজয়ে অঞ্চলটিতে পুতিনের দলের ক্ষমতা হ্রাস পায়। এছাড়া খাবারোভস্কের গভর্নর ফুরগাল দেশটির একেবারে উত্তরাঞ্চলের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। মূলত রাজনৈতিক কারণেই এত বছরে আগের মামলায় পুতিন প্রশাসন তাকে ফাঁসিয়েছে বলে দাবি অনেকের।

আঞ্চলিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, আনুমানিক সর্বোচ্চ প্রায় ৪০ হাজার মানুষ রাস্তায় নেমে গভর্নরকে গ্রেপ্তার করার প্রতিবাদ জানান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এ সময় বিক্ষোভকারীরা এটা আমাদের জন্মভূমি, পুতিনকে অবশ্যই পদত্যাগ করতে হবে বলে এরকম স্লোগান দেন।

এছাড়া তারা ‘স্বাধীনতা চাই’ এবং ‘পুতিন একটা চোর’—এরকম নানা স্লোগান দিচ্ছিলেন। বিক্ষোভকারীরা দ্রুত গভর্নর সের্গেই ফুরগালের মুক্তি দাবি করেছেন। খাবারোভস্ক শহর ছাড়াও অঞ্চলটির আরও অনেক শহরে ছোট আকারে বিক্ষোভ দেখা গেছে।

আরও পড়ুন : অবশেষে মাস্ক পরে জনসম্মুখে ট্রাম্প

যদিও পুলিশ কাউকে বাধা কিংবা গ্রেপ্তার করেনি বলে জানাচ্ছে বিবিসি নিউজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড