• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাগদাদে মার্কিন সেনা অবস্থানে বিধ্বংসী রকেট হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুন ২০২০, ১৭:৪৪
বাগদাদে মার্কিন সেনা অবস্থানে বিধ্বংসী রকেট হামলা
রকেট হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের বাগদাদ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তিনটি রকেট আছড়ে পড়েছে। দেশটির সেনাবাহিনীর দাবি, সোমবার (১৫ জুন) গভীর রাতে বাগদাদ বিমানবন্দরের কাছে একাধিক রকেট আঘাত হানলেও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা হয়নি।

তাছাড়া বাগদাদের পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত একটি এলাকা থেকে বেশ কয়েকটি রকেট লাঞ্চার ও রকেট খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে বিমানবন্দরে কাছে রকেট আছড়ে পড়লেও এতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাগদাদ বিমানবন্দরের কাছে রকেট হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ বা কোনো সংগঠন স্বীকার করেনি।

সৌদি সংবাদমাধ্যম আল-এরাবিয়া বলছে, বাগদাদ বিমানবন্দরের কাছে তিনটি কাতিউসা রকেট আঘাত হেনেছে। এটি মূলত বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এ নিয়ে গত কয়েকদিনের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে দেশটিতে অন্তত তিনবার রকেট হামলার ঘটনা ঘটল।

আরও পড়ুন : এবার গোলান মালভূমিতে বসতি স্থাপন করছে ইসরায়েল

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বৃহত্তম ঘাঁটি ক্যাম্প তাজি-তে কয়েকদিন আগে বেশ কয়েকটি রকেট আঘাত করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড