• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৪ ঘণ্টায় চিলিতে সাড়ে ৩ হাজারের বেশি আক্রান্ত

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে ২০২০, ১০:৫৪
চিলি
২৪ ঘণ্টায় চিলিতে সাড়ে ৩ হাজারের বেশি আক্রান্ত (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনার বিষাক্ত ছোবলে লাতিন আমেরিকার দেশ চিলিতে দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে নতুন করে আরও সাড়ে তিন হাজারের বেশি মানুষ এই মরণ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে ৩ হাজার ৫৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৩৯৩।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬৭৩ জন।

চিলিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২৬ হাজার ৫৪৬ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৩৮ হাজার ১৭৪। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও ১ হাজার ৬২ জন।

এ দিকে, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ হাজার ৫০৮ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৩৯৮। অপরদিকে দেশটিতে একদিনেই আরও ৯৬৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ইদের ছুটিতে তুরস্কে চলছে দেশব্যাপী লকডাউন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৯৬৫ জন। ফলে এখন পর্যন্ত দেশটিতে ২২ হাজার ১৩ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলের পরেই রয়েছে পেরু। অপরদিকে লাতিন আমেরিকায় করোনায় আক্রান্ত ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে চিলি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড