• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইদের ছুটিতে তুরস্কে চলছে দেশব্যাপী লকডাউন

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে ২০২০, ১০:১৪
তুরস্ক
তুরস্ক (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসে তুরস্কে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ৫৫ হাজার ছয়শ ৮৬ জন এবং মারা গেছে চার হাজার তিনশ আটজন।

গত ১১ মার্চ দেশটিতে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এই প্রথম দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। ইদের ছুটিতে করোনা যেন ছড়াতে না পারে, সেজন্য চারদিনের লকডাউন চলছে তুরস্কে।

তুরস্কের ৮১ প্রদেশে গত শুক্রবার মধ্যরাত থেকেই কারফিউ চলছে। মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র রমযান মাসে রোযা রাখার পর ইদুল ফিতর উদযাপন করছে তারা। এরই মধ্যে করোনা সংক্রমণ যেন বেড়ে না যায়, সে কারণে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোচা বলেন, শনিবার (২৩ মে) পর্যন্ত এক লাখ ৫৫ হাজার ছয়শ ৮৬ জন আক্রান্ত এবং চার হাজার তিনশ আটজন করোনায় মারা গেছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হলো ১১২৭ প্রাণ

তার পরেও এতোদিন কেবল ৩১ টি প্রদেশে লকডাউন ছিল। ৬৫ বছরের ঊর্ধ্বে এবং ২০ বছরের কম বয়সীদের বাইরে বের হওয়ার ব্যাপারে আগে থেকেই কড়াকড়ি ছিল। এখন চারদিনের জন্য সারাদেশে লকডাউন চলছে।

তথ্যসূত্র : তার্কিশ মিনিট

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড