• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৪৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িয়ে পাওয়া বন্দুকই কাল হলো দুই শিশুর

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ মে ২০২০, ১৩:৪৮
শিশু
কুড়িয়ে পাওয়া বন্দুকই কাল হলো দুই শিশুর (ছবি : সংগৃহীত)

কুড়িয়ে পাওয়া বন্দুক নিয়ে খেলতে গিয়ে পাঁচ বছরের এক শিশুর গুলিতে তার বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বাড়ির পেছনে পড়ে থাকা একটি বন্দুক দিয়ে দুর্ঘটনাবশত বড় ভাইকে গুলি করে শিশুটি। নিহত ওই শিশুটির বয়স ১২ বছর।

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জর্জিয়ায়। পুলিশকে ৫ বছর বয়সী ওই শিশুটি জানিয়েছে যে, সে ওই বন্দুকটি কুড়িয়ে পেয়েছিল।

সে ভেবেছিল যে, এটা একটা খেলনা। জর্জিয়ার গ্রিফিন এলাকার পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, না বুঝেই শিশুটি তার ভাইয়ের বুকে গুলি করেছে।

গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে শিশুটিকে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে। ওই শিশুদের এক প্রতিবেশী জানিয়েছেন, শিশুরা খুব শান্তিপূর্ণভাবেই সেখানে খেলা করছিল।

তিনি বলেন, ছোট শিশুটি একটি বন্দুক খুঁজে পেয়েছিল। সে খেলছিল। খেলার মধ্যেই ব্যাং ব্যাং বলে সে গুলি চালায়।

আরও পড়ুন : গুজব ঠেকাতে ইন্টারনেট সেবা বন্ধের সিদ্ধান্ত

ওই শিশুদের মায়ের কথা ভেবে দুঃখ প্রকাশ করেছেন তিনি। ওই শিশুদের বাড়ির পেছনে ওই বন্দুকটি কিভাবে এলো বা কে রেখে গেছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড