• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাতারে করোনা আক্রান্ত ৫ হাজার

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল ২০২০, ১৪:০৭
কাতার
ছবি : সংগৃহীত

কাতারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) এতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত প্রাণঘাতী করোনায় দেশটিতে তিনজন বাংলাদেশিসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন কাতারের নাগরিক, বাকিরা অভিবাসী।

এছাড়াও নতুন করে ৩৪৫ জনসহ দেশটিতে মোট ৫০০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কাতারে এ পর্যন্ত ৬০ হাজারেরও বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা আক্রান্তদের অন্তত ৫১০ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

কাতারে গত ২৯ ফেব্রুয়ারি এক ইরান ফেরত কাতারি নাগরিকের শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

এদিকে কাতারে আক্রান্তদের মধ্যেই বাংলাদেশের নাগরিকরা দ্বিতীয় অবস্থানে আছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তবে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, কাতারে পাঁচশ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে একদিনে আরও ১৮৪৯ মৃত্যু, আক্রান্ত ৩৩ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে চীনে। এরপর মার্চের মাঝামাঝি থেকে বাড়তে শুরু করে মৃত্যু। এপ্রিলে এসে তা ভয়াবহ রূপ নেয়। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত প্রায় ২৩ লাখ মানুষের মধ্যে দেড় লাখের বেশি মারা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড