• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় আক্রান্ত ব্যক্তির পোষা কুকুরও সংক্রমিত

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৯
করোনা ভাইরাস
করোনার কারণে পোষা প্রাণীরাও আতঙ্কে আছে (ছবি : শিনহুয়া)

রহস্যময় করোনা ভাইরাসের কারণে এখন সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে। চীনের সীমা অতিক্রম করে এর মধ্যে বিশ্বের প্রায় ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এবার হংকংয়ে একটি কুকুরের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এটিই প্রথমবারের মতো মানুষ বাদে অন্য কোনো প্রাণীর শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার ঘটনা।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) হংকংয়ের কৃষি, মৎস্য ও সংরক্ষণ বিভাগ (এএফসিডি) এ তথ্য নিশ্চিত করেছে। খবর ‘শিনহুয়া’।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, এটি একটি পোষা কুকুর। আর কুকুরটির মালিক গত ২৬ ফেব্রুয়ারি থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবেই কুকুরটির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি আছে কি না সে পরীক্ষা করা হয়। আর পরীক্ষায় করোনার উপস্থিতির ফলাফল ‘পজিটিভ’ এসেছে।

এক বিবৃতিতে হংকং কর্তৃপক্ষ বলেছে, করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ওই কুকুরটিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরও পড়ুন : প্রতিশোধ নিতে তুরস্কের পাল্টা হামলা, ১৬ সিরীয় সেনা নিহত

এ দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও অন্তত ৪৭ জন মারা গেছেন। ফলে এই ভাইরাসে মৃতের সংখ্যা ২ হাজার ৮৩৫ জনে পৌঁছাল। এছাড়া সারা বিশ্বে এখন পর্যন্ত ৮৩ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড