• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেনাদের প্যারেডে ফুটে উঠল সোলাইমানির মুখ (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

১০ জানুয়ারি ২০২০, ১৪:৩২
সোলাইমানি
জেনারেল কাসেম সোলাইমানির প্রতিকৃতি (ছবি : পার্সটুডে)

ইরাকের বাগদাদে মার্কিনিদের ড্রোন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুর শোক যেন কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না দেশটির জনগণ। ইরানিদের কাছে কাসেম সোলাইমানি একজন জনপ্রিয় নেতা। মৃত্যুর আগ পর্যন্ত আয়াতুল্লাহ আলি খামেনির পর ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ছিলেন জেনারেল সোলাইমানি। মার্কিনিদের হামলায় নিহত এই জেনারেলের প্রতি শ্রদ্ধা জানাতে একটি প্যারেডে তার প্রতিকৃতি তৈরি করেছেন ইরানের একদল সেনা।

বুধবার (৮ জানুয়ারি) ইরানি সেনাবাহিনীর একটি দল প্যারেডে জেনারেল কাসেম সোলাইমানির প্রতিকৃতি তৈরি করেন। ওই মুহূর্তের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, সেনারা একে একে জড়ো হচ্ছেন। আর নিজেদের অবস্থান পরিবর্তন করে তারা যে প্রতিকৃতি তৈরি করেন তাতে খুব সুন্দরভাবে ফুটে উঠে সোলাইমানির চেহারা। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং সামরিক বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- ক্ষেপণাস্ত্রে বিমান বিধ্বস্তের কথা অস্বীকার ইরানের, তদন্তের দাবি

জানা গেছে, একটি প্যারেডের অংশ হিসেবে জেনারেল সোলাইমানির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেই এই প্রতিকৃতি তৈরি করা হয়।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড