• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাম্পকে হত্যায়ও জ্বালা মিটবে না আইআরজিসির

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ জানুয়ারি ২০২০, ১৫:৩৬
আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) (ছবি : তেহরান টাইমস)

কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, মার্কিন ঘাঁটি ধ্বংস এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যাও জেনারেল কাসেম সোলাইমানির রক্তের প্রতিশোধের জন্য যথেষ্ট নয়। এমনটাই দাবি করছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ বলেছেন, আসলে এর কোনোটিই সোলাইমানির রক্তের সমতুল্য নয়।

ইরানের বার্তা সংস্থা পার্স টুডে জানায়, সোমবার (৬ জানুয়ারি) আমির আলী হাজিযাদেহ তেহরানে জেনারেল সোলাইমানিসহ ছয় সেনা কর্মকর্তার জানাজায় অংশ নিয়ে এ কথা বলেন।

ইরানি জেনারেল আরও বলেন, গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর পতনই কেবল সোলাইমানির রক্তের মূল্য হতে পারে। এই অঞ্চলের মজলুম জনতা যখন সম্পূর্ণভাবে মার্কিনিদের হাত থেকে মুক্তি পাবে তখনি কেবল জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিশোধ পূর্ণতা পাবে।

আরও পড়ুন :- এখনই ইরাক ছাড়ছে না যুক্তরাষ্ট্র

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে তেহরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড