• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৯ মাসে আড়াই হাজার বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার

  আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর ২০১৯, ২৩:৫১
কুয়েত
দেশে ফেরার অপেক্ষায় কয়েকজন প্রবাসী (ছবি : সংগৃহীত)

কুয়েত থেকে গত ৯ মাসে ১৮ হাজার প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র ‘আল কাবাস’। আর সেটা করা হয়েছে কুয়েত সরকারের আদেশেই। দেশে ফেরত আসতে হয়েছে এমন প্রবাসীদের মধ্যে রয়েছে আড়াই হাজার বাংলাদেশি।

সোমবার (১১ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ‘আল কাবাস’ জানিয়েছে, দেশে ফেরত পাঠানো হয়েছে এমন প্রবাসীদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি।

কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েত থেকে ২০১৯ সালে ৯ মাসের মধ্যেই ১৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রেসিডেন্সি আইন লঙ্ঘন, শ্রমিক আইন লঙ্ঘন, অবৈধ আকামা ও ট্রাফিক আইন লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে ফেরত পাঠানো হয়েছে তাদের।

জানা গেছে, ফেরত পাঠানো অনেক প্রবাসী এইডস রোগে আক্রান্ত।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড