• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্রের জবাবে গাজায় ইসরায়েলি বিমান হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর ২০১৯, ১৩:০৯
ইসরায়েলি বিমান হামলা
গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা (ছবিসূত্র : দ্য টাইমস অব ইসরায়েল)

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাসের ঘাঁটি লক্ষ্য করে এবার বিধ্বংসী বিমান হামলা শুরু করেছে মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র হিসেবে পরিচিত ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, শুক্রবার (১ নভেম্বর) ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গাজা উপত্যকা থেকে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়। পরবর্তীকালে এর জবাবে একইদিন দিবাগত রাতে হামাসের আস্তানা লক্ষ্য করে ফিরতি হামলা চালিয়েছে তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুর্কি বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’ জানায়, উপত্যকাটির হামাস ও তাদের মিত্র নিয়ন্ত্রিত গ্রুপগুলোর অবস্থান লক্ষ্য করে এবার একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। যদিও ইহুদিবাদী রাষ্ট্রটির সেনারা মূলত ‘সন্ত্রাসীদের অবস্থান’ লক্ষ্য করেই হামলাগুলো চালিয়েছে বলে দাবি করেছে।

শনিবার (২ নভেম্বর) উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভূখণ্ডটিতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলি বিমানবাহিনীর এবারের হামলায় এখন পর্যন্ত অন্তত তিন ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গেছে। যাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

যদিও হামাস সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা ‘এএফপি’ জানায়, শুক্রবার রাতেই হামাস সদস্যরা গাজায় অভিযান চালানো ইসরায়েলি বিমানগুলোকে লক্ষ্য করে আরও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা গোষ্ঠীটি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি।

এর আগে গত শুক্রবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অন্তত ১০টি রকেট হামলা চালানো হয়। মূলত জবাবে ক্ষিপ্ত ইসরায়েলি সেনারা উপত্যকায় বিমান হামলা চালাতে শুরু করে।

আরও পড়ুন :- এবার ইমরান খানকে পদত্যাগের আল্টিমেটাম

ইসরায়েলি সামরিকবাহিনীর দাবি, তাদের আইরন ডম রকেট বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে আটটি ভূপাতিত করেছে। যদিও অপর দুটি রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানলেও এতে কেউ হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড