• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভৃঙ্গরাজ : চেনা উদ্ভিদের অচেনা গুণ

  ফিচার ডেস্ক

২৪ জুন ২০১৯, ১২:৪২
ভৃঙ্গরাজ
চেনা ফুল ভৃঙ্গরাজ; (ছবি- নিশীতা মিতু)

পথের ধারে কিংবা বড় এপার্টমেন্টের আঙিনা জুড়ে তার বসবাস। চকচকে সবুজ পাতার আড়ালে উঁকি দেওয়া ছোট্ট হলুদ ফুল। গড়ন অনেকটা সূর্যমুখীর মতো। বলছিলাম গুল্ম জাতীয় উদ্ভিদ ভৃঙ্গরাজের কথা। চেনা ফুলের অচেনা নাম।

আমরা কেবল হলুদের রঙের দেখলে এই ফুলে আরও তিন প্রজাতি রয়েছে। সেগুলো হলো নীল, সাদা আর একটু লালচে ডাঁটার। কখনো কি ভেবেছেন অযত্নে বেড়ে ওঠা এই উদ্ভিদটি আপনার কত উপকারে লাগতে পারে?

হালকা কষস্বাদযুক্ত ও কটু তিক্ত ভেষজ ভৃঙ্গরাজ। পিত্ত ও শ্লেষ্মাজনিত সমস্যা, কফ দূর করতে দারুণ উপকারী এটি। এছাড়াও যেসব কাজে ব্যবহার করতে পারেন এটি-

● সূর্যের তাপে মাথায় যন্ত্রণা হচ্ছে কিংবা কপালের মাঝামাঝি অংশে ব্যথা হচ্ছে? ভৃঙ্গরাজ পাতার রস কপালে মেখে নিন, উপকার পাবেন।

● চুল ওঠা সমস্যায় ভুগছেন? এ পাতার রস তেলের মতো চুলে লাগান। নিয়মিত ব্যবহারে চুল ওঠা বন্ধ হবে দ্রুত।

● অনেক নারীই শ্বেত প্রদরের সমস্যা ভোগেন। ফলে তাদের চুল উঠে যায়। ভৃঙ্গরাজের পাতা সেদ্ধ করে সেই পানি দিয়ে প্রতিদিন দুইবার মাথা ধুলে সপ্তাহখানেকের মধ্যেই ভালো ফল পাবেন।

● চোখ ওঠা সমস্যায় চোখে পুঁজ জমে। ২০/২৫ ফোঁটা ভৃঙ্গরাজের রস পানিতে মিশিয়ে এ পানি দিয়ে চোখ ধুয়ে নিন। চোখ ভালো থাকবে।

● পাইরিয়া বা মাড়ি দিয়ে রক্ত ঝরা সমস্যা থেকে মুক্তি পেতে ভৃঙ্গরাজ পাতা গুঁড়ো করে মাজন দিয়ে ২/৪ মিনিট দাঁত মাজুন। এতে রক্ত ঝরা বন্ধ হয়, মাড়ি শক্ত হয় এবং মাড়িতে কোনো ঘা থাকলে তা সেরে যাবে।

● গুঁড়া কৃমির উপদ্রব বাড়লে এ পাতার এক চামচ রস, এক কাপ পানিতে মিশিয়ে খান, উপকার মিলবে।

● ভৃঙ্গরাজ পাতার রস মাথায় মাখলে উকুন মরে যায়।

পথের পাশে জন্মানো এই উদ্ভিদটির যে এত উপকারিতা তা কী আপনার জানা ছিল আগে? আজ থেকে নিজের প্রয়োজনে তবে ব্যবহার করুন ভৃঙ্গরাজ।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড