• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

এই গ্রামে দুধ বিক্রি করা মহাপাপ!

  অধিকার ডেস্ক

২৮ ডিসেম্বর ২০১৯, ১১:০৯
দুধ
ছবি : প্রতীকী

দুধকে বলা হয় আদর্শ খাবার। যেকোনো বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে এর গুরুত্ব অনেক। অনেক দেশেই এই উপাদানটিকে পবিত্র বলে মনে করা হয়। এমনকি বিভিন্ন উৎসব পালনেও ব্যবহার করা হয় এটি।

জেনে অবাক হবেন, বিশ্বে এমন একটি জায়গা রয়েছে যেখানে দুধ বিক্রি করা মহাপাপ। এই স্থানটি ভারতে অবস্থিত। আগ্রার তাজমহল থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত কুয়া খেদা গ্রামে দুধ বিক্রি করাকে মহাপাপ হিসেবে গণ্য করা হয়। আদিকাল থেকেই অদ্ভুত এই নিয়ম অনুসরণ করে আসছেন সেই গ্রামের বাসিন্দারা।

এই গ্রামের বেশিরভাগ অধিবাসী গবাদি পশু পালনের সঙ্গে জড়িত। বিস্ময়ের ব্যাপার হচ্ছে কুয়া খেদা গ্রামের বাসিন্দাদের দুধ বিক্রি করার অনুমতি নেই। গ্রামের বাসিন্দারা দুধ বিক্রি বা ক্রয় করতে পারেন না। তারা মনে করেন, বহু বছর ধরে চলে আসা এই নিয়ম ভাঙলে পাপ হবে।

প্রচলিত রয়েছে, গ্রামের কোনো বাসিন্দা যদি দুধ বিক্রি করার চেষ্টা করেন তাহলে তার পরিবারের সদস্যরা অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হন। এমনকি মারাত্মক বিপদেও পড়েন অনেকে। তবে কারও প্রয়োজন হলে কেবল দুধ দান করতে পারেন তারা।

অর্থ আয়ের উদ্দেশ্যে দুধ বিক্রি করাকে এই গ্রামে অশুভ বিবেচনা করা হয়। গ্রামটিতে যখন বিয়ে বা জন্মদিন কোনো অনুষ্ঠান হয়, তখন কোনো পরিবারের দুধ প্রয়োজন হলে গ্রামবাসী দুধ সংগ্রহ করে দান করেন।

স্থানীয়দের বিশ্বাস, গ্রামটির কাছে এক সময় যে সাধু থাকতেন তিনি ছিলেন গরুভক্ত। প্রায় ৪০০ বছর আগে তিনি গ্রামবাসীদের দুধ বিক্রি না করার পরামর্শ দিয়েছিলেন। আজও সেই সাধুর পরামর্শ মেনে চলছেন তারা।

গ্রামের কোনো অসাধু ব্যক্তি সাধুর পরামর্শ অগ্রাহ্য করে দুধ বিক্রি করতে গিয়ে কী ধরনের বিপদে পড়েছেন তা আজও জানা যায়নি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

ওডি/এনএম

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড