• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়াডাঙ্গায় জামানত হারালেন ৮ প্রার্থী

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

০২ জানুয়ারি ২০১৯, ১৪:০২
নির্বাচন
বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ও শরীফুজ্জামান শরীফ (ছবি : দৈনিক অধিকার)

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনে ১০ প্রার্থীর মধ্যে ৮ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় ৮ প্রার্থীর জামানত হারায়।

জামানত হারানো প্রার্থীরা হলেন- চুয়াডাঙ্গা-১ আসন থেকে বিএনপির মো. শরীফুজ্জামান শরীফ (ধানের শীষ ২৩ হাজার ১২০ ভোট), জাতীয় পার্টির অ্যাডভোকেট সোহরাব হোসেন (লাঙ্গল- ৪ হাজার ৬৭৬ ভোট), মুসলিম লীগের মেরিনা আক্তার (হারিকেন- ১ হাজার ৪৯৬ ভোট) ও ইসলামী আন্দোলনের জহুরুল ইসলাম (৬ হাজার ৯৭৩ ভোট)। শুধুমাত্র বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের সোলায়মান হক জোয়ারদার ছেলুন (নৌকা- ৩,০৯,৯৯৩ ভোট) জামানত ফেরত পাবেন। চুয়াডাঙ্গা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৭ হাজার ৮৪৫ ভোট। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৩টি। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ২৫৮টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৬৬৬ টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৯২৪ টি। চুয়াডাঙ্গা-১ আসনে প্রদত্ত ভোটের একভাগ হল ৪৩ হাজার ৬১৫ ভোট।

অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন, বিএনপির মাহমুদ হাসান খান বাবু (ধানের শীষ- ২৬ হাজার ৯২৪ ভোট), জাকের পার্টির আব্দুল লতিফ খান (গোলাপ ফুল- ৫ হাজার ২১২ ভোট), ইসলামী আন্দোলনের মো. হাসানুজ্জামান (হাতপাখা- ৪ হাজার ১০৪ ভোট) ও গণফ্রন্টের শেখ লালন আহম্মেদ (মাছ- ৫৪৮ ভোট)। শুধুমাত্র বিজয়ী প্রার্থী আওয়ামী লীগ আলী আজগর টগর (নৌকা-২ লাখ ৯৮ হাজার ৮৩৭ ভোট) জামানত ফেরত পাবেন। এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ২৭ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৬১ টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৬২৫। বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৬৪২। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ২৬৭। চুয়াডাঙ্গা-২ আসনে প্রদত্ত ভোটের একভাগ হলো ৪২ হাজার ২৮৩ ভোট।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাতিল হয়ে যাবে। এ টাকা নির্বাচন কমিশনের তহবিলে জমা থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড