• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নড়াইল-১ আসনে আ. লীগ মনোনয়নপত্র পেলেন ২ জন

  নড়াইল প্রতিনিধি

২৭ নভেম্বর ২০১৮, ১৭:৩২
নির্বাচন
বিএম কবিরুল হক মুক্তি ও শরীফ নুরুল আম্বিয়া (ছবি : দৈনিক অধিকার)

অবশেষে কে হচ্ছেন? নড়াইল-১ আসনে আ. লীগের কাণ্ডারী। দলের সভানেত্রীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন ২ জন। তাদের মধ্যে একজন হলেন বর্তমান সংসদ সদস্য আ.লীগ নেতা বিএম কবিরুল হক মুক্তি। অন্যজন হলেন আ.লীগের শরিকদল জাসদের কেন্দ্রীয় কমিটির একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (২৬ নভেম্বর) সকালে বিএম কবিরুল হক মুক্তি আ. লীগের সভানেত্রীর স্বাক্ষরিত মনোনয়নপত্রের চিঠি হাতে পেয়েছেন ১৮ নভেম্বর (সোমবার)। আবার মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে মহাজোটের শরিক দল জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া আ. লীগ সভানেত্রীর ১৮ নভেম্বর স্বাক্ষরিত মনোনয়নপত্রের চিঠি হাতে পেয়েছেন।

সূত্র জানায়, আ. লীগের দলীয় মনোনয়ন রবিবার ঘোষণা করা হলেও নড়াইল-১ সহ কয়েকটি আসনে ঘোষণা স্থগিত রাখা হয়। বেশিরভাগ মানুষেরই ধারণা বোধ হয় নড়াইল-১ আসনটি জোটে ছেড়ে দেওয়া হচ্ছে তাই ঘোষণা দেওয়া হয়নি। এ নিয়ে নড়াইলে রাজনৈতিক ও বিভিন্ন মহলে তোলপাড়ের সৃষ্টি হয়। কবিরুল হক মুক্তিকে দলীয় মনোনয়ন দেওয়ায় নির্বাচনী এলাকায় তার সমর্থকরা মিষ্টি বিতরণ করেছে। অথচ একদিনের ব্যবধানে একই আসনে একই দলের প্রার্থী রূপে শরীফ নুরুল আম্বিয়া আ. লীগ দলীয় মনোনয়নের চিঠি পাওয়ায় হতভম্ব হয়ে পড়েছে আ. লীগের নেতাকর্মী ও কবিরুল হক মুক্তির সমর্থকরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড