• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনে সহকারী রিটার্নিং থাকবেন যারা

  নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর ২০১৮, ১৫:২৫
নির্বাচন কমিশন ভবন
নির্বাচন কমিশন ভবন (ছবি : সংগৃহীত)

আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে দেখা যায়, রিটার্নিং কর্মকর্তা হিসাবে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নিয়োগ করা হয়েছে।

এছাড়া ৬৪ জেলায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জন্য থাকবেন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার।

সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসাবে থাকছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় সরকারের জেলা কালেক্টরেট অফিসের উপপরিচালক, অরিতিক্ত জেলা প্রশাসক (এলএ), থানা নির্বাচন অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ), অতিরিক্ত জেলা প্রশাসকসহ (রাজস্ব) অন্যান্য সরকারি কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের এ দিন ঘোষণা করেন তিনি।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৩ ডিসেম্বর। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড