• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দৈনিক অধিকার ঈদ সংখ্যা-১৯

নেব না কোনো প্রতিশোধ

  আহসানুল কবীর পলাশ

০৪ জুন ২০১৯, ১২:০০
কবিতা
ছবি : নেব না কোনো প্রতিশোধ

কত দূরে গেলে তাকে দূরত্ব বলে আমার জানা ছিল না। তুমিই তো ছিলে শূন্য দূরত্বের সীমানায় তাহলে সে কি ছিল তোমার ছলনা?

একটু একটু করে কাদামাটির নরম প্রলেপ হাতের ছোঁয়ায় ছিল সুনিপুণ কারুকাজ। আমার জানা ছিল না ভালোবাসা কাকে বলে এভাবেই তুমি কি তা শিখালে তবে আজ?

আমার হৃদয়, দেহ, মন লুকিয়ে থাকত তোমার হৃদয়ের সূক্ষ্ম আশ্রয়ে। ধীরে ধীরে আমার সুপুরুষ হয়ে ওঠার বাঁধ ভেঙেছিল বল, সেকি নয় তোমার প্রেমের প্রশ্রয়ে?

কতক্ষণ কতদিন কতটা কাছাকাছি এলে উষ্ণ পরশের দীর্ঘশ্বাস আঘাত করে গায়। আমি তো অবুঝ ছিলাম সেই প্রথম থেকে বল তবে, তুমি কি চড়নি আমার নায়?

আজ কেন আমাতে তোমার চরম অতৃপ্তি আত্মার বন্ধন ছিন্ন হলে বুঝি এমন হয়। আমি বেয়ে উঠেছিলাম তৃণ দেহের সরুলতা হারানোর এ দায় কি তবে তোমার নয়?

সুখে আছো দেখছি সুখে থাক দহন যেন না লাগে তাতে ক্ষণ। সময়ের দাবি মিটে গেলে সেও নাকি বিপন্ন হৃদয় নিয়ে খুঁজবে তোমার মন?

কতজনকে অতৃপ্ত রেখে তুমি হবে ট্রয় ধ্বংস করা যুদ্ধের কারণ। মনকে শান্ত করে ভাব, কার হবে হেলেন এতো সম্ভব নয়, সত্যি তোমার জন্য তা নয় কি বারণ?

তবুও যদি আসে তোমার দুঃখের কোন কাল প্রত্যয়ে বলি নেব না কোন প্রতিশোধ হৃদয় দুয়ার খুলে দিয়ে টেনে নেব তোমাকে তোমারি হব সেদিন, এ আমার শপথ।

আরও পড়ুন- ভালোবাসা কখনো ফিরিয়ে নেওয়া যায় না

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড