• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রাথমিকের ছয় কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে

  অধিকার ডেস্ক    ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১০

শিক্ষা অধিদফত
ছবি : ইন্টারনেট

ছয় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদায়ন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দায়িত্বরত এই ছয় কর্মকর্তাকে থমিক শিক্ষা কর্মকর্তা পদে বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ারা ইসরাতের স্বাক্ষরিত একটি পরিপত্রে এ নির্দেশা জারি করা হয়েছে।

পদায়নকৃত ছয় কর্মকর্তা হলো- বগুড়ায় বেগম তাহমিনা খাতুন, নরসিংদীতে বেগম নাসরিন আকতার, লালমনিরহাটে জাহাঙ্গীর আলম, মৌলভীবাজারে বেগম মালেকা পারভীন, মাদারীপুরে তবিবুর রহমান ও মানিকগঞ্জে বেগম নিলুফা রহমান।

পরিপত্রে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চলতি দায়িত্বে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতি দেয়া হয়েছে।

এই চারজন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও দুইজন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দায়িত্বরত ছিলেন। বর্তমানে তাদের উল্লিখিত ছয় জেলার দায়িত্বে বসানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড