• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবির নিয়মে ক্লাস করতে হবে সাত কলেজের শিক্ষার্থীদের

  নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ ২০২০, ১৬:৩৫
সাত
ঢাবি ও সাত কলেজ ( ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের ঢাবির নিয়ম মেনে ক্লাস করতে হবে।

সম্প্রতি ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই বিষয়ে একটি নির্দেশনা সাত কলেজের অধ্যক্ষ বরাবর পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের কমপক্ষে ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিতি থাকতে হবে। যে সকল শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০-৭৪ শতাংশের মধ্যে আছে, তারা ‘নন কলেজিয়েট’ শিক্ষার্থী হিসাবে গণ্য হবে এবং ‘নন কলেজিয়েট’ ফি প্রদান করতে হবে। যে সকল শিক্ষার্থী ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশের কম তারা ‘ডিস কলেজিয়েট’ শিক্ষার্থী হিসাবে গণ্য হবে। ‘ডিস কলেজিয়েট’ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

আরও পড়ুন : বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, অসুস্থ ৫

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলেজের বিভাগ কর্তৃক ভেরিফাই করার সময় পরীক্ষার্থীর উপস্থিতির শতকরা হিসাব উল্লেখ করতে হবে এবং উপস্থিতি পত্রের হার্ডকপি স্ব স্ব বিভাগে সংরক্ষণ করতে হবে। আর নন কলেজিয়েট ফি ১৫০০ টাকা দিতে হবে। এ ফি বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড