• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছিনতাইয়ের শিকার রাবির তিন ভর্তিচ্ছু

  রাবি প্রতিনিধি

২৩ অক্টোবর ২০১৯, ১৩:০৮
রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে এসে তিনজন ছিনতাইয়ের শিকার হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার ( ২২ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

ভুক্তভোগীরা হলেন- ব্রাক্ষণবাড়িয়া থেকে আসা রিফাত হাসান, গাজীপুরের হেমন্ত ভক্ত এবং অপরজনের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

ভুক্তভোগী রিফাত হাসান জানান, তারা তিনজন ক্যাফেটেরিয়ার সামনে বসেছিলেন। এ সময় হঠাৎ করে পেছন থেকে চারজন আসে। এদের মধ্যে একজন ভর্তিচ্ছুদের পেটে ছুরি ধরে টাকা ও মোবাইল ফোন বের করতে বলে। ছিনতাইকারীরা ভর্তিচ্ছুদের কাছে থাকা নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে দ্রুত সটকে পড়ে সেখান থেকে। ছিনতাইকারীদের একজনের শরীরে রুয়েটের লোগোযুক্ত টি-শার্ট ছিল বলে জানান রিফাত।

ভুক্তভোগীদের মোবাইল ফোনে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ছিল বলে জানান তারা। এ বিষয়ে মতিহার থানায় জিডি করা হবে বলেও জানান ভুক্তভোগীরা।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু সাঈদ মো. নাজমুল হায়দার বলেন, এটি অপ্রত্যাশিত ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। অপরাধীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড