• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবিতে অধ্যাপক রবীন্দ্র বিজয় স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

  ঢাবি প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৯, ১৯:১১
ঢাকা বিশ্ববিদ্যালয়
অধ্যাপক রবীন্দ্র বিজয় স্মারক বক্তৃতা অনুষ্ঠান (ছবি : দৈনিক অধিকার)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘অধ্যাপক ড. রবীন্দ্র বিজয় বড়ুয়া স্মারক বক্তৃতা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ “নতুন চর্যাপদের ধারায় বজ্রযানী দেব-দেবীর স্বরূপ” শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন। বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. আবদুল মমিন চৌধুরী আলোচনায় অংশ নেন। অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া স্বাগত বক্তব্য দেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের প্রয়াত অধ্যাপক ড. রবীন্দ্র বিজয় বড়ুয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘অধ্যাপক বড়ুয়া একজন আদর্শ শিক্ষক ও গবেষক ছিলেন। তার জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে ভাল মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড