• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আন্তঃব্যাচ ফুটবলের প্রথম ফাইনালিস্ট ভেটেরিনারির ২২তম ব্যাচ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

  সিকৃবি প্রতিনিধি

২০ অক্টোবর ২০১৯, ২২:০৬
সিকৃবি
টাইব্রেকারে শ্বাসরুদ্ধকর মুহূর্ত (ছবি : দৈনিক অধিকার)

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভেটেরিনারি এনিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের আন্তঃব্যাচ ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বিজয়ী হয়ে ফাইনালে পৌঁছে গেলো ২২তম ব্যাচ।

রবিবার (২০ অক্টোবর) বিকাল ৩টা ৩০ মিনিটে খেলার মাঠে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে ভেটেরিনারি অনুষদ মাস্টার্স ব্যাচ ও ২২তম ব্যাচ অংশগ্রহণ করে।

নির্ধারিত সময়ে তুমুল লড়াইয়ে ১-১ গোলে ড্র হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও খেলার ফল অপরিবর্তিত থাকায় টাইব্রেকারের মাধ্যমে ভাগ্য নির্ধারণের খেলা শুরু হয়। টাইব্রেকারে ভেটেরিনারি অনুষদ ২২তম ব্যাচ ৩-২ গোলে মাস্টার্স ব্যাচকে পরাজিত করে।

আগামীকাল সোমবার (২১ অক্টোবর) ২য় সেমিফাইনালে খেলা অনুষ্ঠিত হবে। এবং আগামী বুধবার (২৩ অক্টোবর) সিকৃবি কেন্দ্রীয় খেলার মাঠে ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ আন্তঃব্যাচ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও সিকৃবি ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ছাত্র সমিতির আয়োজন ৬ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে আন্তঃ ব্যাচ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড