• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবি বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কাল

  ঢাবি প্রতিনিধি

১৯ অক্টোবর ২০১৯, ১৫:৪০
ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল (২০ অক্টোবর)। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম।

মাহমুদ আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের অনুষ্ঠিত পরীক্ষার ফল আমরা আগামীকাল প্রকাশ করব। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের উপস্থিতিতে দুপুর ১টা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একইসঙ্গে ‘চ’ ইউনিটের ফল প্রকাশেরও কথা রয়েছে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে লগইন করে ফল জানতে পারবেন। এছাড়া মোবাইলে ম্যাসেজের মাধ্যমে শিক্ষার্থীরা এই ফল জানতে পারবেন।

উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে ১ হাজার ৭৯৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৯৭০ জন। গত ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুধু এমসিকিউ পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের লিখিত খাতা মূল্যায়ন করা হয়েছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড