• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফের রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ

  রাবি প্রতিনিধি

১৯ অক্টোবর ২০১৯, ১৪:২২
রাবি
রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ (ছবি : সংগৃহীত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ফিরোজ আনামকে আহত করে ছিনতাই চেষ্টার প্রতিবাদে ফের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শনিবার (১৯ অক্টোবর) সাড়ে ১২টা থেকে এ বিক্ষোভ শুরু হয়ে শেষ হয় বেলা সোয়া ২টায়।

একই দাবিতে এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) পৌনে ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

শিক্ষার্থীদের সঙ্গে সংগতি জানিয়ে শাখা ছাত্রলীগ ও বাম ছাত্র সংগঠনগুলো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেও তারা সড়ক থেকে সরে যাননি।

শুক্রবার রাত ৮টার দিকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফিরোজ আনামকে রক্তাক্ত করে ছিনতাই চেষ্টা চালায় স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত। আনাম চিৎকার করলে মোটরসাইকেল নিয়ে দ্রুত সরে যায় ছিনতাইকারীরা। এরপর থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠিয়েছে বলে জানিয়েছেন মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার জয়নুল আবেদিন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড