• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে বেরোবিতে র‍্যালি

  ক্যাম্পাস ডেস্ক

১৫ অক্টোবর ২০১৯, ১৬:৫৬
বেরোবি
বেরোবিতে বঙ্গবন্ধু পরিষদের র‍্যালি (ছবি : সংগৃহীত)

চলমান দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে র‍্যালি ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্ত্বর থেকে শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‍্যালি করা হয়। র‍্যালিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কমলেশ চন্দ্র রায়ের সভাপতিত্তে সমাবেশে উপস্থিত ছিলেন- খাইরুল কবির সুমন, সাব্বির আহমেদ চৌধুরী, আসাদ মণ্ডল, জাহাঙ্গীর আলম নীরব ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আবু মুন্নাফ আল তুষার কিবরিয়া প্রমুখ।

এ সময় বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী সদস্য আসাদ মণ্ডল বলেন, ‘বর্তমান উপাচার্যকে আমি ১৬ বছর ধরে জানি। উনি জামাত-শিবিরের আমলে সহকারী প্রক্টর ছিলেন। সহকারী পদটি আপনি কখন পাবেন যখন আপনি প্রশাসনের আনুগত্য করবেন। ২১ আগষ্ট যখন সেনাবাহিনী অতর্কিত হামলা চালায় তার মূল হোতা ছিলেন এই ভিসি।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আবু মুন্নাফ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে দুর্নীতি বিরোধী শুদ্ধ অভিযান চালাচ্ছেন তাকে আমরা স্বাগত জানাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের উপাচার্য বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকেন না এটি আমাদের খুব খারাপ লাগে। আবার অনেক শিক্ষক আছেন যারা উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করে, তাকে নিয়ে নেতিবাচক কথা বলে কিন্তু তারাই এখন লেজুড়বৃত্তি করে চলে। আমরা এটা দেখে লজ্জা পাই।’

উত্তরাঞ্চলের মানুষের আন্দোলনের ফসল এ বিশ্ববিদ্যালয়। একে নিয়ে আমরা কাউকে ছেলে খেলা করতে দিব না। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে কোনো অপরাধীই ছাড় পাবে না বলেও তিনি হুশিয়ারি দেন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড