• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা কলেজ

আবাসিক শিক্ষার্থীদের জন্য প্রশাসনের নির্দেশনা

  ঢাকা কলেজ প্রতিনিধি

১৩ অক্টোবর ২০১৯, ১৮:৫১
ঢাকা কলেজ
ঢাকা কলেজ (ছবি : সংগৃহীত)

রাজধানীর অন্যতম বিদ্যাপীঠ ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের জন্য কলেজ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

সম্প্রতি অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কলেজের আবাসিক হলগুলোতে অনিবন্ধিত ও অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা প্রদান করা হয়। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রাবাসে অবস্থানকারী ছাত্রদের জানানো যাচ্ছে যে, ঊর্ধ্বতন কতৃপক্ষের সিদ্ধান্তের আলোকে নিম্নোক্ত নির্দেশাবলি মেনে চলার জন্য নির্দেশ দেয়া হলো-

১. যাদের বৈধ আবাসিকতা নেই তারা ছাত্রাবাস সমূহে অবস্থান করতে পারবে না। ২. কোনো অছাত্র ছাত্রাবাসে অবস্থান করবে না। ৩. যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে এবং মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে তারা ছাত্রাবাসে অবস্থান করতে পারবে না। ৪. বৈধ আবাসিক ছাত্রদের নাম, বিষয়, শিক্ষাবর্ষ ও শ্রেণি উল্লেখসহ বিভাগে তালিকাভুক্ত হতে হবে। তালিকাভুক্তির বাইরে কোনো ছাত্র ছাত্রাবাসে অবস্থান করার কারণে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক সমস্যায় পড়লে কলেজ বা ছাত্রাবাস কতৃপক্ষ কোনো দায় বহন করবে না।’

এছাড়া বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড