• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রক্টরের আশ্বাসে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

খন্দকার মাহমুদ পারভেজের পদত্যাগের দাবি

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

১৩ অক্টোবর ২০১৯, ১৭:২০
বশেমুরবিপ্রবি
খন্দকার মাহমুদ পারভেজের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টর ড. রাজিউর রহমানের আশ্বাসে আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের চেয়ারম্যান খন্দকার মাহমুদ পারভেজের পদত্যাগের দাবির আন্দোলন স্থগিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা।

রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টা থেকে অবৈধ নিয়োগ, স্বৈরাচারী আচরণ, অনৈতিকভাবে নম্বর কম দেয়াসহ বিভিন্ন অভিযোগে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান খন্দকার মাহমুদ পারভেজের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

আন্দোলন স্থগিত প্রসঙ্গে ওই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হোসাইন জানান, ‘আমরা আমাদের আন্দোলন আপাতত স্থগিত করেছি। প্রশাসন থেকে আমাদের লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে। আমরা সেই অনুযায়ী আমাদের দাবিগুলো লিখিতভাবে রেজিস্ট্রারের নিকট দিয়েছি এবং তিনদিনের মধ্যে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত তিনদিন পরে নেয়া হবে।’

এই শিক্ষার্থী আরও জানান, ‘বর্তমান প্রশাসনের ওপর আমরা আস্থাশীল। প্রশাসন বলেছেন তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। আমরাও চাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হোক। কারণ ইতোপূর্বে আমরা কোনো ধরনের তদন্ত ছাড়াই শাস্তির মুখোমুখি হতাম, যেটি সম্পূর্ণ অনৈতিক একটি কাজ। আমরা চাইনা কারো সাথেই এমন হোক। তবে আমরা বিশ্বাস করি খন্দকার পারভেজের বিরুদ্ধে আনিত সকল অভিযোগের যেহেতু প্রমাণ রয়েছে, প্রশাসন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।’

বেলা সাড়ে ১১ টায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান। এসময় তিনি বলেন, ‘তোমরা অভিযোগগুলো লিখিতভাবে জমা দাও। আমরা তোমাদের সকল অভিযোগ এবং দাবি দাওয়া অবশ্যই শুনবো। কিন্তু সবকিছুর একটা আইনি প্রক্রিয়া রয়েছে। তোমাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, খন্দকার পারভেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতর্কিত উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের ভাতিজা। তিনি তার চাচার ক্ষমতার জোরে অবৈধভাবে সেকশন অফিসার থেকে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড