• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভিপি নুরের

  ঢাবি প্রতিনিধি

১২ অক্টোবর ২০১৯, ১২:২৫
ডাকসু
ডাকসুর ভিপি নুরুল হক নুর (ছবি : সম্পাদিত)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। শনিবার (১২ অক্টোবর) সকালে নুর তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ আহ্বান জানান।

ডাকসু ভিপি তার স্ট্যাটাসে বলেন, ‘বুয়েটের হলে আবরারের মৃত্যু, শিক্ষাঙ্গনে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের ভিন্নমতের শিক্ষার্থীদের ওপর নির্যাতন-নিপীড়ন, সিট দখলের রাজনীতি, সন্ত্রাসী কার্যক্রমকে নতুন করে দেশের মানুষের সামনে নিয়ে এসেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো নড়েচড়ে বসেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশাসন নতুন করে ভাবছে। ঢাবির হল প্রভোস্ট কমিটি একটি সিদ্ধান্ত নিয়েছে যে, মাস্টার্স শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে হল ছাড়তে হবে। এর কিছুদিন আগে ডাকসুর সভায় সিদ্ধান্ত হয়েছিল ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের মেধা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে প্রশাসনিকভাবে সিট দেওয়া হবে। খুবই ভালো উদ্যোগ। তবে বাস্তবতা বলে ভিন্ন কথা, পরিবেশ-পরিস্থিতির কারণে প্রশাসন-কর্তৃপক্ষ চাপে পড়লে এমন অনেক উদ্যোগই নেয়। চাপে থাকলে কাজে গতি বাড়ে, মাঠে প্রতিবাদ থাকলে ন্যায় বিচারের সম্ভাবনা তৈরি হয়। চাপে না থাকলে কি অবস্থা, আশা করি সেটা ভালো করেই জানেন।’

তিনি বলেন, ‘ঢাবিয়ানসহ অন্যদেরও সময় এসেছে হলে হলে গেস্টরুম-গণরুম নির্যাতন-নিপীড়ন, রাজনৈতিক কর্মসূচিতে যেতে বাধ্য করার অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করার। সময় এসেছে, প্রশাসনিকভাবে বৈধ সিটের দাবিতে আওয়াজ তোলার। আর চেপে যাওয়া নয়, এবার অন্তত প্রতিবাদী হন, নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হন। রাজনৈতিক দাসত্ব করতে কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়নি। আবরার হত্যার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছাত্রসমাজের প্রতিবাদ চলমান থাকুন। আর যেন কোনো আবরারকে প্রাণ দিতে না হয়, নির্যাতনের শিকার হতে না হয়।’

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড